জুড়ীতে অভিমান করে ১০ বছরের শিশুর আত্মহত্যা!
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ১১:৩০ পূর্বাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ১০বছরের শিশু দুলাল রিকিয়াশন বড় ভাইয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। মনসা পুজা দেখতে নিয়ে না যাওয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে ওই শিশু আত্মহত্যা করে বলে জানা গেছে । সোমবার(১৭ আগস্ট) বিকালে জুড়ীর রত্না চা বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, রত্না চা বাগানের পাট্রা লাইন এলাকার জ্যোতিলাল রিকিয়াশন এর ছেলে দুলাল রিকিয়াশন তার বড় ভাইয়ের সাথে শিলুয়া চা বাগানে পুজা দেখতে যেতে চায়। বড় ভাই তাকে সেখানে নিয়ে না যাওয়ায় বিকাল সাড়ে ৪ টার দিকে সে আত্নহত্যা করে। ঘরে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে জুড়ী থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বড় ভাইয়ের সাথে অভিমান করেই সে আত্নহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।