করোনা আপডেট: ওসমানীর ল্যাবে নতুন আক্রান্ত ২৯ জন
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ১০:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সোমবার (১৭ আগস্ট) ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৯ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২ জন, মৌলভীবাজার জেলার ৫ জন ও সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে রয়েছেন।
এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে। যাদের ৬৪ জনই সুনামগঞ্জ জেলায় বাসিন্দা ও বাকী ৭ জন হবিগঞ্জের বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।