মৌলভীবাজারে কূপের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ৭:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুয়ার (কূপ) পানিতে ডুবে সনি দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আমরাইলছড়া চা-বাগানে এ ঘটনা ঘটেছে। সনি দাস ওই চা-বাগানের ধনু দাসের ছেলে।
সনির মামা আপন দাস জানান, শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের কুয়ায় তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে কুয়া থেকে উপরে উঠিয়ে দেখা যায় শিশুটি মারা গেছে।
সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।