জগন্নাথপুরে অস্ত্র মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ৫:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্র মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ আগস্ট) তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত আব্দুল বারির ছেলে শেখ সালিক মিয়া (৪৫), পৌর এলাকার হবিবপুরের আবারক উল্লার ছেলে সাজিদুর রহমান (৪৫) ও সাচাহানী গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে রুবেল আহমদ (২৫)।
পুলিশ জানায়, গতকাল রবিবার (১৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামি শেখ সালিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ওইদিন রাতে পুলিশের পৃথক অভিযানে কেশবপুর বাজার থেকে ৪ লিটার দেশীয় মদসহ রুবেল মিয়া ও সাজিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।