কুলাউড়ায় দাফনের পর জানা গেলো আব্দুল মানিক করোনা পজিটিভ : নতুন করে ৫ জন শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের আব্দুল মানিক রোববার (১৬ আগস্ট) ভোরে মারা যান। গত ১২ আগস্ট তার নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয়েছিল। রোববার ভোরে তিনি মারা যাওয়ার পর রাতে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসে।
অথচ করোনা রিপোর্ট আসার আগেই রোববার বিকেলে মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক এর দাফন কাফন শেষ হয়েছে। দাফনে অংশ নেয়া একজন বলেন আমরা তো ভেবেছি তিনি অন্য রোগে মারা গেছেন। করোনায় মারা গেলে তো সরকারের নির্দেশিত নিয়ম মেনেই দাফন করার উদ্যোগ নেয়া যেতো।
এছাড়া কুলাউড়ায় নতুন করে ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার ১ জন, দক্ষিণ বাজারে ১ জন, দক্ষিণ মাগুরায় ১ জন, উত্তর বাজারে ১ জন ও কর্মধা ইউনিয়নে ১ জন শনাক্ত হয়েছেন।
এরই মধ্যে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। তাদের মধ্যে ১৪৪ জন করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।