শাহপরানে র্যাবের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ১:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
শহরতলীর শাহপরাণ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে র্যাবের ভাম্যমান আদালত।
রোববার (১৬ আগষ্ট) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ভেজালপণ্যে থাকার অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- বরিশাল ফুড ও তান্নি রেস্টুরেন্ট।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর অপারেশন অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাকৃত ২৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।