করোনামুক্ত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ১২:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
করোনামুক্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। রোববার (১৬ আগস্ট) নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।
মাসুক উদ্দিনের ছোট ভাই সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। আসাদ উদ্দিন জানান, রোববার দ্বিতীয়বার পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।
প্রসঙ্গত, গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হন মাসুক উদ্দিন আহমদ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ জুন মারা যান।