বালাগঞ্জ-খসরুপুর রাস্তার ১৫ মাসের কাজ শেষ হয়নি ৫ বছরেও
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ১১:৩৫ অপরাহ্ণ
জাগির হোসেন, বালাগঞ্জ:
সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সফরকালে তিনি ১০টি প্রকল্পের উদ্বোধন ও ১১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তন্মেধ্যে, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি (কুশিয়ারা ডাইক)সড়ক উন্নয়ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ছিল একটি। কাজটি যদিও ১৫ মাসে শেষ হওয়ার কথা, দুর্ভাগ্যক্রমে কাজটি শেষ হয়নি প্রায় ৫ বছরেও। এখনো অনিশ্চয়তায় রয়েছে।
দুঃখজনক হলেও সত্য, রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই এলাকার হাজার হাজার মানুষ। রাস্তাটির জন্য বালাগঞ্জ হারাচ্ছে তাঁর শতবছরের ঐতিহ্য। একসময় বালাগঞ্জ বাজারে দেখা যায় দৈনিক হাজার শত মানুষের সমাগম ছিল কিন্তু সড়কের কারণে বিলীন হচ্ছে ওই দীর্ঘদিনের বালাগঞ্জবাজার।
বালাগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত পূর্বপৈলনপুর ইউনিয়ন ও বালাগঞ্জ সদর ইউনিয়ন জরুরী প্রয়োজনে, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, সামাজিক বন্ধন(বিবাহ অনুষ্টান) ইত্যাদি প্রয়োজনে বালাগঞ্জসহ বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে রাজনগর উপজেলা হয়ে। ফলে সময় নষ্ট ও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষদের, হারাচ্ছে শীলতপাটির রাজধানী খ্যাত বালাগঞ্জের সুনাম।
প্রসঙ্গত, জানা যায় ভিত্তিপ্রস্তর অর্থবছরে বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা ডাইক তথা (খসরুপুর বাজার জিসি-পৈলানপুর জিসি-বালাগঞ্জ জিসি) সড়ক উন্নয়ন নির্মাণ কাজটি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ২০১৫ সালের ৫-ই অক্টোবর টেন্ডারের মাধ্যমে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘মেঘনা স্টাকচারাল ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় মাটি ভরাট ও পাকাকরণ প্রকল্পের আওতায় দু’টি প্যাকেজে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কার্যাদেশ অনুযায়ী নির্মাণাধীন সড়কে ছোট-বড় ১৮টি কালভার্ট নির্মাণসহ রাস্তার নিচ অংশের প্রস্থ ৫২ ফুট ও উপর ২৪ ফুট প্রস্থ করার নির্দেশনা ছিল। সাড়ে ১৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণে কার্যাদেশ প্রাপ্তির পরবর্তী ১৫ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু দীর্ঘ পাঁচ বছরেও সড়কের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া বলেন, বালাগঞ্জে রাস্তার উল্লেখযোগ্য সমস্যা গুলোর মধ্যে খসরুপুর বাজার জিসি-পৈলানপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন নির্মাণ একটি। এই কাজটি আমি এসে বন্ধ অবস্থায় পেয়েছি। ‘মেঘনা স্টাকচারাল ইঞ্জিনিয়ারিং’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ত্রুটি ও কাজের গতিপথ স্বল্পপরিসরে থাকার কারণে তাদের কাজ বাতিল করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্টানের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাটিভরাটকৃত রাস্তার কোন আপডেট দেওয়া যাচ্ছেনা। তিনি আরও বলেন, তবে রাস্তার যে অংশটুকু পাকা ছিল, ভেঙে গিয়েছে ওই অংশগুলা সংস্কার করা হবে। টেন্ডার কাজ প্রক্রিয়াদিনে আছে। ঠিকাদারি প্রতিষ্টান টিক হয়ে গেলে, এই বছরেই সংস্কারের কাজটি শেষ হবে বলে বালাগঞ্জ বাসীকে আশ্বস্থ করেন তিনি।