শাবিতে ২১ জনের করোনা পজিটিভ, সবাই সিলেটের
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ১০:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। যারা সকলেই সিলেট জেলায় বাসিন্দা বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
রোববার (১৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, আজ শনাক্ত হওয়া ২১ জনই সিলেট জেলার বাসিন্দা।
এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে রোববার সুনামগঞ্জের ৯৮টি ও সিলেটের ৪৬টি ও হবিগঞ্জের ৭টি নমুনা মিলে মোট ১৫১ টি নমুনা পাঠানো হয়। তবে এদিন মাত্র ৪৩ টি নমুনা পরীক্ষায় এ ২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে।