জুড়ীতে একদিনে বিদুৎস্পৃষ্টে হয়ে দু’জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার :
মৌলভীবাজারের জুড়ীতে একইদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ও এক দিনমজুরের মৃত্যু হয়েছে। কিশোর মৃত্যুর ঘটনা ঘটে রোববার বিকাল সাড়ে ৫টায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। মৃত ইমাম উদ্দিন হোসাইন (১৪) পাতিলাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।
জানা যায়, গ্রামে দীর্ঘদিন থেকে পিডিবির বৈদ্যুতিক মেইন লাইন ঝুলন্ত অবস্থায় পড়েছিল। রোববার ওই লাইন ছিড়ে ডোবার পানিতে পড়ে। বিকেলে হোসাইন ডাউক পাখি ধরার জন্য ডোবার পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।
এছাড়া একইদিনে জুড়ীতে বিদুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে ঘটেছে। নিহত দিনমজুর আব্দুল ওয়াহিদ (৫০) ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত হাবিবুল্লাহর পুত্র।
স্থানীয় সূত্র জানান, ঘটনায় সময়ে একটি টিনের ঘরে ওয়াহিদসহ দুই জন শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে ঘরের অপরপ্রান্তে বিদ্যুতের আর্থিং লেগে গেলে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ওয়াহিদের মৃত্যু ঘটে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আমি জেনেছি বিদুৎস্পৃষ্টে ওয়াহিদ মারা গেছেন। লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে।