মৌলভীবাজারে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু : মৃতের সংখ্যা ৭৬
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ৩:৫২ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নোমানসহ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার সুলতানপুর গ্রামের জেলা বিএনপির সহ: সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান করোনায় উপসর্গ নিয়ে মারা গেছেন। অন্যদিকে শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকার কাঞ্চন চক্রবর্তী ও দেবেশ দত্ত করোনায় আক্রান্ত হয়ে সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারা দুজনই শুক্রবার রাতে মারা যান। শনিবার (১৫ আগষ্ট) বিকেলে জেলার সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ বিষটি নিশ্চিত করেছেন
অপরদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে শিল্পী আক্তারের মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার বড়কাপন গ্রামে।
এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১হাজার ২শ’৬ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩হাজার ১শ’৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৭শ’ ২১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ২২ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৭৬জন।