মৌলভীবাজারের সর্বত্র যথায্যেগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ৬:৩৯ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস পালন করেছে জেলা ও উপজেলা প্রশাসন ও জেলা-উপজেলা আওয়ামীলীগ এবং দলের অঙ্গ সংগঠন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১৫ আগষ্ট) সকালে জেলা সদরে সরকারী স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
পরে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পৌর মেয়র ফজলুর রহমান ফজলু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব প্রমুখ।
মৌলভীবাজার সরকারী স্কুল,কলেজ,স্বাউট,গালর্স গাইডসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সদস্যরা একটি বিশাল শোক র্যালী নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পুষ্পমাল্য অর্পন করে।
অন্যদিকে, কুলাউড়া,শ্রীমঙ্গল,কমলগঞ্জ,রাজনগর,বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন দিনব্যাপি কর্মসূচি পালন করে। প্রতিটি উপজেলায় সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী।