বালাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ
জাগির হোসেন, বালাগঞ্জ:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওইদিন শহিদ হওয়া তার পরিবারের সকল সদস্যের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২০ উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) সকাল ৯:৩০টায় বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, বালাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ বালাগঞ্জ শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ এর বালাগঞ্জ উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ বালাগঞ্জ শাখা, সিলেট-৩ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী পক্ষে। তারপর দুপুর অবধি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ঔষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
বাদ জুহুর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের প্রতি দোয়া মাহফিল করা হয়। পরবর্তীতে আলোচনা সভায়, বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ সভাপতিত্বে। অনুষ্টানের শুরুতে মরহুমদের স্মরণে ১মিনিট নিরবতা ও কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম-খতিব কামরুল ইসলাম, গীতা পাঠ করেন গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।
সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি বলেন, মহান মুক্তিযোদ্ধে যাঁরা বাংলার জমি ত্যাগ না করে কামড় খেয়ে শত নির্যাতন সহ্য করে ছিল তাঁদেরকে বাংলাদেশ সরকার মূল্যায়ন করার লক্ষে, আগামী জাতীয় সংসদ অধিবেশনে কথা রাখবেন বলে জানান তিনি।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, রফিকুল আলম, ইউপি আ. লীগের সভাপতি চেয়ারম্যান হেমাংশু রঞ্জন দাশ।সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, টিএইচও ডা. এইচ এম শাহরিয়ার, উপজেলা এলজিইডি প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, ক্ষুদ্রঋণ ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, উপজেলা আ.লীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকি, যুগ্মসাধারণ সম্পাদক জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস শহিদ দুলাল, প্রচার সম্পাদক নাসির উদ্দীন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ,সহ সভাপতি আজমল বেগ, ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহিব, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমীর আলী, সাধারণ সম্পাদক তুহিন মনসুর, জেলা ছাত্রলীগ নেতা এ.কে টুটুল, সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমদ, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, সাংবাদিক তারেক আহমদ, যুবলীগ নেতা আসাদুর রহমান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয় প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।