বাঙালির ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় দিন ১৫ আগষ্ট : মফুর
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২০, ১১:২৩ অপরাহ্ণ
জাগির হোসেন, বালাগঞ্জ:
সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর ‘‘বাঙালির ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় দিন’’ ১৫ আগষ্ট নিয়ে বালাগঞ্জ উপজেলা আ.লীগ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন : বাঙালির জন্য শোকাবহ ১৫ আগস্ট। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান রাষ্ট্র নায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,‘‘স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকেই।’’ নির্মমভাবে হত্যা করেছিল সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। ১৫আগষ্ট জাতীয় শোক দিবস।
প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালন করা হয়। এবারও করোনা দুঃসময়েও সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বালাগঞ্জ উপজেলা আ.লীগের শোকাবহ আগষ্টের কর্মসূচী : করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে ১৫ আগষ্ট সকাল ৯:৩০টায় বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বাদ জুহুর বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলার সকল মসজিদে মোনাজাত ও সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। দুপুরে সীমিত আকারে অসচ্ছল, দুস্থ মানুষের মধ্যে কাঙালি ভোজন এবং মাসব্যাপী আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নানা ধরনের কর্মসূচী অনুষ্ঠিত হবে।