সিলেট নগরীতে হামলা: পুলিশের চার সদস্য আহত, ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২০, ৭:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর কুয়ারপাড়ে হাবিবুর রহমানের জায়গা দখল করতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় হাবিবুর রহমান জরুরী সেবা-৯৯৯ এ ফোন করে কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র ও থানা ফাড়ির টহল পুলিশ ঘটনাস্থলে পৌছেন।
এসময় সন্ত্রাসীরা পুলিশের লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হন।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত পৌণে ১১টায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ট ফাঁকা গুলি ছুড়ে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ৩ সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করে।
তারা হলেন, কুয়ারপাড় ৩৬ নং বাসার মৃত পুতুল মিয়ার পুত্র দেলোয়ার হোসেন ওরফে দিলিপ (৫০), মৌলভীবাজার সদর থানা কুসুমবাগ গ্রামের এমরান মিয়ার পুত্র মিটন মিয়া (২২) ও কোতোয়ালী থানার নবাব রোড এলাকার আব্দুল হাইয়ের পুত্র আলমগীর হোসেন বাপ্পী (২৪)।
এ ঘটনায় এসআই মো. আব্দুল মান্নান বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৭, তারিখ-১৪/০৮/২০২০খ্রি: ধারা-১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ রুজু করা হয়।
জায়গার মালিক হাবিবুর রহমান বাদী হইয়া এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তারিখ-১৪/০৮/২০২০খ্রি: ধারা-১৪৭/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/ ৪২৭/১১৪ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল, ২টি হ্যামার, ২টি লোহার তৈরী সাবল, ১টি লোহার পাইপ, ৩টি রামদা, ১৮টি ঢেউটিন, ১টি সাইন বোর্ড, ৩টি লাল স্কচটেপযুক্ত বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেন পুলিশ।