বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাচামালের দোকানে বাস
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২০, ১২:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিয়ানীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে।
জানা যায়, রুপসী বাংলা নাউটকোচ নামের ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়া চন্দগ্রাম বাজারের একটি কাচামালের দোকানের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় অধিকাংশ যাত্রী আহত হলে তাদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, বড়লেখা উপজেলার চন্দগ্রামের সেতু ওঠার পূর্বে একটি বাজারের একটি কাচামালের দোকানে গিয়ে ধাক্কা দেয় রুপসী বাংলা বাসটি।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও কেউ নিহতের খবর পাওয়া যায়নি।