সিলেটে আমদানি নিষিদ্ধ ঔষধসহ গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ঔষধসহ পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে ১ লাখ ২৬ হাজার পিস, ১টি পিকআপ এবং ১টি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান (৩৪) সিলেটের জৈন্তাপুরের আব্দুল হকের ছেলে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যে চোরাই পথে দেশে আনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।