সিলেটে তিনদিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ, সন্ধান কামনা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ৬:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জালালাবাদ থানার নাজিরেরগাঁও গ্রামের শিবের বাজারের জামেয়া ওয়াহিদিয়া এতিম খানার ছাত্র জামিল আহমদ (১৩) নামের এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বের হলে তাকে আর খোজে পাওয়া যায়নি। পরে মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্র জামিল মাদ্রাসায় আসেনি। পরে নিখোজ ছাত্রের পিতা জাহেদ মিয়া ১২ আগস্ট বুধবার জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন (যার নং- ৫০২)।
এব্যাপারে নিখোঁজ ছাত্র জামিল আহমদের পিতা জাহেদ মিয়া বলেন, জামিল আহমদ শিবেরবাজারস্থ জামেয়া ওয়াহিদিয়া এতিম খানায় পড়ালেখা করে। ৯ আগস্ট সকাল ১০টায় বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে আমি তাৎক্ষণিক মাদরাসায় গিয়ে ও সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাইনি। পরে তিনি তাঁর সন্তানকে পেতে আইনি সহযোগিতা কামনা করে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো টি-শার্ট ও সবুজ রঙের লুঙ্গি। গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৪ ফুট, মুখমন্ডল গোলাকার, শরীরের গঠন হালকা পাতলা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কেউ সুহৃদ ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে ০১৭৭৭১৩৭৯০১, ০১৭৩৭৬৫৬৯৮৬ অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন নিখোঁজ ছাত্রের পিতা জাহেদ মিয়া।