সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ১৬১, শনাক্ত ৯০৫০
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ৬:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিশ্বে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের থাবায় সিলেট বিভাগে মৃত্যু এবং সংক্রমণের হার বাড়ছেই। এ বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬১ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত বিভাগজুড়ে করোনায় মারা যান ১৬১ জন। এছাড়া বিভাগজুড়ে এ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫০ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৩৯ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো করোনা পরিস্থিতির আপডেট (আরও তথ্যসহ) থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রতিদিন বাড়ছে এ ভাইরাসে সংক্রমণের হার। সর্বশেষ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫০ জন। এরমধ্যে বেশিরভাগ সংক্রমিত হয়েছেন সিলেট জেলার বাসিন্দারা। এ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৮২৪ জন। এ ভাইরাসে সিলেট জেলায় মৃত্যর সংখ্যাও অন্য তিন জেলাকে ছাড়িয়ে গেছে। এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১৮ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী সিলেট জেলায় ৪ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১ হাজার ৬৯৪, হবিগঞ্জে ১ হাজার ৩২৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ২০৬ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্র আরও জানায়, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফেরা ৪ হাজার ৩৩৯ জনের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৬১, সুনামগঞ্জে ১ হাজার ২৮৭, হবিগঞ্জে ৮৭০, মৌলভীবাজারে ৭২১ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ (বৃহস্পতিবার) পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৬১ জন। এরমধ্যে সিলেটে ১১৮, মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ১৭ জন এবং হবিগঞ্জে ১১ জন।