ছাতকে ব্যবসায়ীর ৩ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ৫:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ছাতক শহরে শাহনেওয়াজ চৌধুরী নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৩ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই’র অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ আবাসিক এলাকায় এ ছিনতাই’র ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই এ ঘটনায় থানা পুলিশ উজ্জল মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে ওই মামলায় গ্রেপ্তর দেখিয়ে আটক উজ্জলকে সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানায় দায়েরকৃত লিখিত এজহারে বলা হয়, বুধবার রাত সোয়া ১১টায় চরেরবন্দ এলাকার মৃত পিয়ারা মিয়া চৌধুরীর ছেলে ব্যবসায়ী শাহনেওয়াজ চৌধুরী ৩ লাখ ১৫ হাজার টাকা নিয়ে বাজার থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় চরেরবন্দ এলাকার কবরস্থনের পাশে পৌছামাত্র উজ্জল মিয়াসহ ৪/৫জন দূর্বত্ত তাকে মাটিতে ফেলে পিঠিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই ব্যবসায়ীর চিৎকার শুনে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। ছিনতাই’র খবর পেয়ে থানা পুলিশের এক অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
থানার উপ-পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা ছিনতাইর বিষয়ে থানায় মামলা দায়েরের পর বিষয়টি তদন্তের পাশাপাশি অন্য আসামীদের গ্রেপ্তরের চেষ্টা চলছে।