সিলেটের গোয়াইনঘাট থেকে আরও এক জঙ্গি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাট থেকে মানিক মিয়া (৩২) নামের আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত মানিক মিয়া (৩৭) ‘আল্লাহর দল’ সিলেট জেলার দাওয়াহ শাখার প্রধান।
বুধবার (১২ আগস্ট) গোয়াইনঘাট থানার রাধানগর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, গতকাল রাতে এন্টি টেরোরিজম ঢাকার একটি টিম এর সাথে ডিবি এবং থানা পুলিশের যৌথ অভিযানে নামে।
এসময় গোয়াইনঘাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর এই সক্রিয় সদস্য কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, সে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ সিলেট জেলার দাওয়াহ শাখার প্রধানের দায়িত্বে রয়েছে। সে আরেকটা মামলারও আসামী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।