জুড়ীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২০, ১২:৪৯ পূর্বাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার :
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বেলা ২টায় উপজেলার কামিনীগঞ্জ বাজারের গফুর কমপ্লেক্স মার্কেটের একটি গুদাম ঘরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জুড়ী থানার পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গুদাম থেকে ২ হাজার ৫শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
এ সময় দোকান মালিক মো. মহিউদ্দিনকে বিভিন্ন ধারায় দুই লক্ষ টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়েছে।