ওসমানীর ল্যাবে ৭০ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ১০:০১ অপরাহ্ণ
চার চিকিৎসক সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭০ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে মৌলভীবাজার জেলার ৬১ জন, সুনামগঞ্জের একজন এবং সিলেট জেলার ৮ জন। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন।
সিলেট জেলায় শনাক্ত ৮ জনই সিলেট সদরের বাসিন্দা বলেও জানান তিনি।