সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে বাসচাপায় শ্যালক নিহত, গুরুতর আহত দুলাভাই
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ৮:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় মো. মুজিব (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আব্দুস সালাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। আজ বুধবার (১২ আগস্ট) বিকেল পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুজিব (১৮) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গোলসা গ্রামের সদই মিয়ার পুত্র। অপর আহত আব্দুস সালাম (৩৫) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি সিলেটের বালাগঞ্জের গহরপুর (রতনপুর) গ্রামের সাইম উল্লাহর পুত্র।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ১৫-০১১৯) নাজিরবাজারের দক্ষিণের ব্রিজ থেকে নেমেই একই দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল পুরোটাই এনা বাসের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলে আরোহী দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর মো. মুজিবের মৃত্যু হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিলেটগামী এনা বাসের নিচে চাপা পড়ে মুজিব নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আব্দুস সালাম নামের আরেক আরোহী আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক।’