বিয়ানীবাজারের চারখাই থেকে ফেন্সিডিলসহ জকিগঞ্জের মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ৮:০১ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারের চারখাই থেকে ফেন্সিডিলসহ জকিগঞ্জের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে চারখাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক বিক্রেতা সোহেল আহমদ (২৮) জকিগঞ্জ উপজেলার গাগলাদুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টায় বিয়ানীবাজারের চারখাই বাজার থেকে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর একটি দল। এসময় তার কাছ থেকে ১৮২ বোতল পাওয়া যায়।
মাদক বিক্রেতা সোহেলকে উদ্ধারকৃত আলামতসহ বিয়ানীবাজার থানায় হস্তান্তর ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে র্যাব।