কমলগঞ্জ উপজেলা স্কাউটসের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ৭:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্কাউটসের উদ্যোগে স্বাস্ব্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে কাব ও স্কাউটদের নিয়ে আয়োজিত বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
উপজেলা স্কাউটস কমিশনার শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক তাজ উদ্দিন আহমদ, উপজেলা কাব লিডার মোঃ সালাহ উদ্দিন, উপজেলা নির্বাহী স্কাউট কমিটির সহ.কমিশনার ছালেহা মাহমুদ। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।