সিলেটে ফেনসিডিলসহ মাদক সম্রাট গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ৭:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজার থেকে ফেনসিডিল ও মোবাইল ফোনসহ সোহেল আহমদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তিনি জকিগঞ্জ উপজেলার গাগলাদুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
আজ বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চারখাই বাজারের প্রিয়াংকা রেস্টুরেন্ট এন্ড সুইটমিটের সামনে থেকে তাকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১৮২ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি কামরুজ্জামান।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত আলামতসহ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে র্যাব।