সিলেট-ঢাকা মহাসড়কে এনা বাসের নিচে মোটরসাইকেল, একজনের অবস্থা আশঙ্কাজনক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (১২ আগষ্ট) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন।
তিনি জানান, তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি আখতার জানান, এনা গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা বাস মোটরসাইকেলকে চাপা দিলে বাসের চাকার নীচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।