হযরত শাহজালাল (র.)-এর মাজারে বোমা হামলার পরিকল্পনা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
হযরত শাহজালাল (র.)-এর মাজারে বোমা হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে সিলেট থেকে জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
নব্য জেএমবির দুই সদস্যের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় বসবাসকারী এক জঙ্গির বাসা থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ১টি কম্পিউটার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এই অভিযান চালায়। এ সময় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এসএমপির উপ-কমিশনার (ক্রাইম) শাহরিয়ার আল মামুন।
অভিযানের সময় ওই ওয়ার্ডের সিটি কাউন্সিলর আফতাব হোসেন খানও উপস্থিত ছিলেন। তিনি জানান, জালালাবাদ আবাসিক এলাকার মইনুল আহমদের বাসায় (নম্বর-৪৫/১০) অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
এরপর রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিলাগড়ের শাপলাবাগের আরেকটি বাসায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও অংশ নিচ্ছেন। রাত সাড়ে ১০টায় পর্যন্ত অভিযান চলছিল।
এর আগে সিলেটের বিভিন্ন এলাকা থেকে নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ সংগঠনটির ৫ সদস্যকে আটক করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটকদের মধ্যে দুইজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানিয়েছে, নব্য জেএমবির সিলেট অঞ্চলের প্রধান নাইমুজ্জামানের নেতৃত্বে হযরত শাহজালাল (র.) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
মঙ্গলবার পুলিশ জানায়, গত রবিবার রাতে সিলেট নগরীর মিরাবাজারের উদ্দীপন আবাসিক এলাকার ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়। এরপর মঙ্গলবার ভোর পর্যন্ত সিলেট নগরীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ৪ জঙ্গিকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান শুরু হয়।