সিলেটে রাস্তায় পড়ে থাকা লেগুনাটি কার?
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২০, ৫:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় তিনদিন ধরে পড়ে রয়েছে একটি লেগুনা গাড়ি । এ লেগুনা কে বা কারা রেখে গেছে তা জানেন না স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার সকাল থেকে লেগুনা (সিলেট-ছ ১১-১৪৬১) রেডিও অফিসের সামনের রাস্তায় দেখা যায়। প্রথমে কেউ হয়ত রেখে গেছে এমন মনে করলেও তিনদিন ধরে একই জায়গায় একই অবস্থায় পড়ে রয়েছে লেগুনাটি।
স্থানীয় চা দোকানি বিজয় বলেন, গত রোববার (১২ জুলাই) সকালে এসে লেগুনাটি চোখে পড়ে। প্রথমে ভাবছি হয়ত কেউ সাময়িক রেখে গেছে। কিন্তু গত তিন দিন একইভাবে গাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে ।