বিয়ানীবাজারে আরও ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে আরও ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ১৪ জুলাই, মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বিজিবি সদস্য, পৌর কাউন্সিলর ও গ্রাম পুলিশ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার শনাক্তদের একজন বিজিবি-৫২ সদস্য ও ৩ জন তার পরিবারের সদস্য। এছাড়া একজন মোল্লাপুরের, একজন খাসার, একজন কসবার ও দুইজন আলীনগর ইউনিয়নের বাসিন্দা।
নতুন ৯ জনসহ বিয়ানীবাজারে ১৪ জুলাই পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৯ জন, মারা গেছেন ৬ জন।