সিলেটজুড়ে আক্রান্ত বেড়ে ৫ হাজার ৮৯০ জন, মৃত্যু শতাধিক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ২:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তালিকা দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে সিলেট বিভাগের চার জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ জনে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ২৩ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের বাড়ি সিলেট জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ১২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৭৪ জন, হবিগঞ্জে ৯১১ জন ও মৌলভীবাজারের ৬৮০ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮০ জন, সুনামগঞ্জে নয়জন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন।
সিলেট বিভাগে ২ হাজার ৩১৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৮০ জন, সুনামগঞ্জের ৮৫৭ জন, হবিগঞ্জের ৪০৫ জন ও মৌলভীবাজার জেলার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮৩ জনকে।
করোনা আক্রান্ত ২১৬ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।