সিলেটে থালা হাতে হোটেল শ্রমিক ইউনিয়নের ভুখা মিছিল
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিশ্ব মহামারি করোনাভাইরাস দুর্যোগে, বিগত ৪ মাষের অধিক সময় ধরে কর্মহিন,হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতা দাবীতে বঞ্চিত সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১২ জুলাই রবিবার বিকাল ৫টা সময় নগরীতে থালা হাতে এক ভুখা মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর তালতলা হতে সুরমা পায়েন্টে হয়ে নগরীর র্কোট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায়, সমাবেশে বক্তারা বক্তব্য বলেন, কর্মহিন হোটেল শ্রমিকরা বিগত ৪ মাস যাবত অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সিলেট জেলা প্রশাসক মহদয় বরাবর একাধিকবার সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতার আবেদন করে।
কোন আশ্বাস না পেয়ে অন্যন্য উপায় হয়ে, শেষে পর্যন্ত ক্ষুধার জ্বালায় রাজপথে নামতে বাদ্ধ হন। এদিকে সিলেট জেলা বিভিন্ন হোটেল ও চাইনিজ রেষ্টুরেট মালিকরা করোনা কালিন সময়ের শ্রমিকের কোন খোজ খবর নিচ্ছে না। নগরীর জেলরোডস্থ পানশি ইন রেষ্টুরেট, ৯জন শ্রমিককে কোন প্রকার অজুহাত না দেকিয়ে, গত ৪ মাষের বকেয়া বেতন ভাতা ছাড়া তাৎক্ষনিক ছাটাই করে দেওয়া হয়। উক্ত শ্রমিকরা দেশের প্রচলিত শ্রমআইন সংশ্লিষ্ট কতৃক পক্ষের নিকট, তাদের প্রাপ্য পাওনা আধায়ের সর্বাত্তক আইনী সহযোগিতা কামনা করেন। আগামী ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের সরকারী ত্রাণ ও আর্থিক সহযোগিতার জোড় দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: ইউসুফ জামিল,মো: মুজ্জামেল আলী, মহানগর কমিটির সহ সভাপতি মো: হারুন রশিদ মিয়া, চাইনিজ রেষ্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: কামাল আহমদ, নগর মহিলা কমিটির সভাপতি মোছা: লিলি বেগম, সাধারণ সম্পাদক মোছা: রিনা খাতুন, উপদেষ্টা মোছা: রুবি বেগম, শাহ পারান থানা কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক মো: নবীর হোসেন আকাশ, শ্রমিক নেতা মো: রণি তালুকদার মো: নান্নু মিয়া, মামুন মিয়া প্রমুখ।