সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২০, ৬:০৯ অপরাহ্ণ
দিরাই সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে বন্যার পানিতে ডুবে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।
শিশুটির নাম সানিয়া বেগম। সানিয়া দিরাই পৌর সদরের ঘাগটিয়া গ্রামের শামসুন্নুর মিয়ার মেয়ে। সে শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, রবিবার বেলা ২টার দিকে সানিয়া বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা পার্শ্ববর্তী খালে খোঁজাখুজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু তানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।