সিলেটের করোনা আপডেট: দুই ল্যাবে আক্রান্ত ৪৪ জন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২০, ১১:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের দুই ল্যাবে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৩২ জন এবং শাবির ল্যাবে ১২ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনিবার ৩২ জন শনাক্তের মাঝে দুই জন চিকিৎসক রয়েছেন। এদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বনাথের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪ জন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন শনাক্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৭৪ জন।