সিলেটে করোনায় মৃত্যু সেঞ্চুরির পথে!
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২০, ১০:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে প্রাণঘাতী করোনায় মৃত্যু সেঞ্চুরির পথে হাঁটছে। সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। আজ করোনা আক্রান্ত হয়ে সিলেট ও সুনামগঞ্জে আরো দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা ১টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পশ্চিম ঘুঙ্গাদিয়া নিজ বাড়িতে তিনি মারা যান আনোয়ারা বেগম (৯০) নামে এক বৃদ্ধা।
সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ বলেন, গত ২০ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। ২৭ জুন তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। শনিবার বেলা ১ টায় দিতে তিনি মৃত্যু বরণ করেন।
স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর বাদ আসর মরহুমের জানাযা ও দাফন সম্পন্ন করেন ইসলামিক ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবী টিম। ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মোহাম্মদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মরহুমার দাফন কাফনে সহায়তা করেছি।
এদিকে, শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১টায় করোনা আক্রান্ত হয়ে সিলেটের নর্থ-ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, তিনি হার্টের সমস্যার পাশাপাশি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৪২ জন, সুনামগঞ্জে এক হাজার ১৬২ জন, হবিগঞ্জে ৮৯৩ জন ও মৌলভীবাজারের ৬৫৭ জন আক্রান্ত রয়েছেন।
করোনায় নতুন আরো ২জনসহ এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৭ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭ জন রয়েছেন।
এছাড়া করোনা আক্রান্ত ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০০ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৭৪ জন ও মৌলভীবাজারে ২৭ জন।
সিলেট বিভাগে ২ হাজার ১৩৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৫৯ জন, সুনামগঞ্জের ৭৮১ জন, হবিগঞ্জের ৩৬৭ জন ও মৌলভীবাজার জেলার ৩৩১ জন।