ঝড়ের কবলে পড়ে তাহিরপুরে নৌকাডুবি, যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২০, ১:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শেখ ইয়াহিয়া (২৮) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বারুংকা সিএমপি রোডের ভাংগায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনাটি ঘটে।
নিখোঁজ যুবকের জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে শেখ শাহ জাহানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও ফতেপুর ইউপির ১নং ওয়ার্ড সদস্য শাহ নেছার আহমদ জানান, শুক্রবার ৬টার দিকে আনোয়ারপুর থেকে শেখ শাহ জাহানের দুই ছেলে ইবারত ও শেখ ইয়াহিয়া নৌকা বোঝাই করে বালু নিয়ে বাড়িতে আসার সময় বারুংকার ভাংগায় যাওয়ার সময় তারা ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এ সময় শেখ ইবারত সাতার কেটে তীরে উঠতে পারলেও তার সহোদর ভাই শেখ ইয়াহিয়া নিখোঁজ হয়।
ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, বালু ভর্তি নৌকা নিয়ে বাড়িতে আসার সময় বারুংকার ভাংগায় ঝড়ের কবলে পড়ে শেখ ইয়াহিয়া নিখোঁজ হয়ে যায়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ ইয়াহিয়া নামে একজন নিখোঁজ রয়েছে। এখনও তার খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।