স্টুডেন্ট এচিভমেন্ট এ্যাওয়ার্ডে ভূষিত সিলেটের রাশা
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২০, ১:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের ছাতকের মেধাবী ও কৃতি শিক্ষার্থী রামিশা ফারিয়া চৌধুরী রাশা স্টুডেন্ট এচিভমেন্ট এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে । কাউন্সিলর অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (কবিস) কর্তৃক সম্প্রতি প্রকাশিত স্টুডেন্ট এচিভমেন্ট এ্যাওয়ার্ড-২০২০ ফলাফলে আউটস্ট্যাডিং এফোর্ড বিষয়ে রামিশা ফারিয়া চৌধুরী রাশা মনোনীত হয়।
কাউন্সিলর অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (কবিস) কর্তৃক বিশ্বের ৫০০টি স্কুল নির্বাচিত করে এর মধ্য থেকে ৭০টি স্কুলের ১৮০জন শিক্ষার্থীকে ৫টি ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড’র জন্য মনোনীত করা হয়।
রামিশা ফারিয়া চৌধুরী রাশা নির্ধারিত ৫টি ক্যাটাগরির মধ্যে দ্বিতীয় ক্যাটাগরি আউটস্ট্যাডিং এফোর্ড’তে সাফল্য অর্জন করতে সক্ষম হয়।
রামিশা ফারিয়া চৌধুরী রাশা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর একমাত্র কন্যা এবং ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম সুজন মিয়া চৌধুরী ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম আরজ মিয়া চৌধুরীর নাতনী ।
সে সিলেটের রয়েল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইস) এর ছাত্রী । রামিশা ফারিয়া চৌধুরী রাশা সকলের দোয়া প্রার্থী।