মধ্যরাত থেকে সারাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন সিলেট
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২০, ১২:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে শ্রমিকে ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেছে ট্যাংকলরি শ্রমিকরা। ফলে সারাদেশের সাথে শনিবার মধ্যরাত থেকে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে সিলেট।
শনিবার সকাল থেকে দক্ষিণ সুরমার চন্ডিপুল,হুমায়ুন রশিদ চত্বরসহ সিলেটের প্রবেশ মুখগুলোতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে । এসময় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী লোকজন।
জানা যায়, শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও দুর্বৃত্তের হামলায় বাবলা নামে এক যুবলীগ নেতা আহত হন।
ইকবাল হোসেন রিপন হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা পুলিশ ।রিপন খুনের ঘটনার পর পর আসামীদের ধরতে মাঠে নামে পুলিশ । শনিবার অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বরইকান্দি এলাকার নোমান আহমদ (৪০) ও সাদ্দাম আমহদ(২৮)।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবুল হোসেনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) খায়রুল ফজল বলেন, অতর্কিতভাবে হামলা চালিয়ে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপনকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।