করোনা আপডেট: সিলেটে আরও ৩৪ জনের শরীরে করোনা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২০, ৯:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার (১০ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৬ জনে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৩ জন, ওসমানীনগরের ৩ জন, কোম্পানীগঞ্জের ৩ জন, গোয়াইনঘাটর ১ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ২ জন ও হাসপাতালে ভর্তি ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ব্যাংকারও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৯৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন। ২৪৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।