সিলেটের শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিক বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২০, ১:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত।
তিনি বলেন, ‘টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সদস্যরা এ সিদ্ধান্ত নেন। গত ঈদের আগে শ্রমিকরা শ্রমিক ইউনিয়ন থেকে সাহায্য চেয়েছিল। কিন্তু সাহায্য না দিয়ে শ্রমিকদের উপরে তার ছেলে সন্ত্রাসীদের নিয়ে হামলা করে। তাছাড়া শ্রমিক ইউনিয়নের টাকা ব্যাক্তিগত কাজে ব্যবহারসহ নানা অনিয়মে জড়িত তিনি।’
এ বিষয়ে সেলিম আহমদ ফলিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মোবাইল ব্যস্ত পাওয়া যায়।
এর আগে গত ২ জুন বিকেলে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুইপক্ষ। এতে আহত হন অন্তত ৩০ জন শ্রমিক। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। ওই ঘটনায় পরদিন ৩ জুন অজ্ঞাতনামা দেড় হাজারের অধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।