তাহিরপুরে আরও দুইজন করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২০, ৪:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে বালিজুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের একজন।
৬ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়।
বুধবার (৮ জুলাই) এর মধ্যে ২ জনের ফলাফল আসে পজিটিভ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,নতুন করে ২ জন করোনা আক্রান্তদের মধ্যে দুজনই পুরুষ। নতুন করে করোনা পজিটিভ ২ জনকে হোম আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ জন। সুস্থ ৩২ জন। আইসোলেশনে আছে ৭ জন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, উপজেলায় নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সবাইকে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান তিনি।