ছয় দাবিতে সিলেটে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২০, ৪:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের অভ্যন্তরে ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন সিলেটের মেডিকেল টেকনোলজিস্টরা। বৃহস্পতিবার (০৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। এ সময় বিক্ষোভ সমাবেশ করেন টেকনোলজিস্টরা।
সরকারি-বেসরকারিসহ সব মেডিকেল টেকনোলজিস্টের উদ্যোগে কর্মবিরতি করা হয়। কর্মবিরতি চলাকালে
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি সুজিত ব্যানার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত হালদারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন মিয়া ও সাংস্কৃতিক সম্পাদক অজয় সাহা।
টেকনোলজিস্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম, মাহবুবর আলম সজল, আল-আমিন হোসেন, তাওহীদুর রহমান, আব্দু রহমান, আবু ইউসুফ, অপূর্ব বারই, নাজমুল হাসান নিপু, মির্জা মনির ও সোহেল রানা।
বিক্ষোভ সমাবেশে বেকার মেডিকেল টেকনোলজিস্টের উপদেষ্টা মাহবুবুল আলম সজল বলেন, ছয় দফা দাবিতে আজ দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হলো। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মেডিকেল টেকনোলজিস্টদের দাবিগুলো হলো- (১) প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বয়স উত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি করতে হবে। (২) মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। (৩) ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড চালুকরণ। (৪) স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধ করা। (৫) সুপ্রিম কোর্টের আদেশে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারগারি শিক্ষাবোর্ড থেকে পাশকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেয়া। (৬) অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থানীয় নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগপত্র বাতিলকরণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।