মৌলভীবাজারে ফ্রী অক্সিজেন হোম সার্ভিসের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২০, ১:৪৩ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মৌলভীবাজারের কৃতি সন্তান তানভীর আহমদ তরফদার এর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার(৯জুলাই) থেকে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন কর্তৃক ফ্রী অক্সিজেন হোম সার্ভিস শুরু হয়েছে। মৌলভীবাজার জেলায় প্রতিষ্টিত কোভিড ১৯- সন্দেহভাজন বা নিশ্চিত রোগে মৃত ব্যক্তির দাফন কাজে নিয়োজিত- তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলায় তাদের কার্যক্রম সেবা চালিয়ে যাচ্ছে কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই।
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন, করোনা নমুনা সংগ্রহে অসহায় মানুষদের সংঘটনের যানবাহনে ফ্রী সহযোগিতা,লকডাউনে উপজেলা প্রশাসনকে সেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা, পৌর শহরের বিভিন্ন পাড়া বা মহল্লায় জীবানু নাশক স্প্রে ছিটানো, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরনে জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংঘটনকে সহযোগিতা, রক্তদান করেও সহযোগিতা করে আসছে, এরই ধারাবাহিকতায় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর নতুন সংযোজন বিনামূল্য হোম অক্সিজেন সার্ভিস।
এ বিষয়ে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম সাইফুল ইসলাম সরকার জুনেদ ও জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ জানান, আমাদের টিম গঠন এর পর থেকে সংঘটনে সদস্যগন বিনাপারিশ্রমিকে দিন ও রাত মৌলভীবাজার বাসীর কল্যাণে নিয়োজিত- রয়েছেন সে জন্য তারা সকলের কাছে দোয়া চেয়েছেন আর যারা এ সংগঠনকে সাহায্য ও সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।
আর ফ্রী অক্সিজেন প্রয়োজন হলে এই মোবাইল নাম্বারঃ ০১৭১১১৯৬০৩৬- ০১৭১৭২৬৭৩২০ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।