গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২০, ১২:২১ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফারুক আহমদ (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার(৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলার পৌর এলাকার কদমতলীস্থ সিলেট জকিগঞ্জ সড়ক তাকে আটক করা হয়। আটককৃত ফারুক আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৭-তারিখ-০৮/০৭/২০২০ইং) দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে জকিগঞ্জ হইতে সিলেট গামী রাস্তার দিয়ে সিএনজি করে একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছে। এসময় গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ কদমতলীস্থ সিলেট -জকিগঞ্জ সড়কে চেকপোষ্ট করাকালীন ফারুক আহমদকে ২০১ পিস ইয়াবাসহ আটক করেন।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।