অবশেষে করোনামুক্ত হলেন নায়েক এনামুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ৮:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
অবশেষে করোনামুক্ত হলেন সিলেট জেলা পুলিশে কর্মরত পুলিশের নায়েক এনামুল ইসলাম। গত (১১জুন) কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা যায়, পুলিশ হাসপাতালে ডাক্তারদের সুচিকিৎসা ও পরামর্শে তিনি সুস্থ হয়ে উঠেছেন। গত (৪জুলাই) পুনরায় তাঁর করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন এবং ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে আছেন। হাসপাতালে অসুস্থ থাকাকালীন সময়ে সিলেটে জেলা পুলিশ সুপার সবসময় তাঁর খোঁজ খবর নেন। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তিনি হাসপাতালে ফলমুল পাঠান। এরোকম উর্দ্ধতন কর্মকর্তা পুলিশের খবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সুনামগঞ্জ জেলার ছাতক এলাকার কৃতী সন্তান, বাংলাদেশ পুলিশ সিলেট জেলা পুলিশে কর্মরত নায়েক এনামুল ইসলাম
করোনাকালে মানুষের পাশে থেকে নিজের মাসিক বেতন দিয়ে ত্রান সামগ্রী মানুষেদের উপহার দিয়েছেন। এই দুর্যোগে মনোবল, শক্তি ও সাহস দিয়ে কোভিট ১৯ ভাইরাসকে মোকাবেলা করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করেছেন। তিনি আবারও মানবিক কাজে মানবতার পাশে থেকে সম্মুখে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন।