ফের এডিস মশার লার্ভার সন্ধান, সিসিকের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে আবারও এডিস মশার লার্ভা ও এডিস মশার সন্ধান পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার (২৬ নং ওয়ার্ড) ভার্থখলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চতুর্থ দফার অভিযানে নতুন করে লার্ভাসহ পূর্ণাঙ্গ এডিস মশা পাওয়া গেছে।
ডেঙ্গু রোগ প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসাবে চতুর্থ দফার নগরীর বেশ কয়েকটি
ওয়ার্ড ও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এডিস মশার উৎসস্থল চিহ্নিতকরণ ও ধ্বংস করা হয়।
এদিন সিলেট সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কিট তত্ত্ববিদের সহায়তায় সিসিকের স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। ২, ১৭ ও ২৬ নম্বর ওয়ার্ডে বিশেষ এই অভিযানে সম্ভাব্য এডিস মশার উৎসস্থল সমূহ পরিদর্শন করা হয়।
২ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি নির্মানাধিন ভবন, ভবনের ছাদ, ছাদ বাগান পরিদর্শন করা হয়। তবে কোথাও লার্ভার সন্ধান মেলেনি। তবে, অপরিচ্ছন্ন ও ঝোপ-ঝাড়ে মশক নিধনে ফগার মেশিন দ্বারা ঔষধ দেয়া হয়।
পরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ক্বিন ব্রিজ সংলগ্ন ভার্থখলা এলাকার সেনেটারি দোকানগুলোতে এবারও এডিস মশার লার্ভা পাওয়া গেছে। খোলা স্থানে রাখা সেনেটারী পণ্যে জমে থাকা পরিষ্কার পানিতে লার্ভা পাওয়া যায়। চিহ্নিত এসব স্থানে লার্ভা ধ্বংসকারী ঔষধ ছিটানো হয়।
সংশ্লিষ্ট দোকান মালিকদের আবারও সচেতন হবার পরামর্শও দেয়া হয়। খোলা স্থান থেকে প্লাস্টিক বা সিরামিকের পণ্য সামগ্রী সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়।
করোনা পরিস্থিতির মধ্যে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, সিলেট নগরীর এই একটি স্থানেই গতবছরও এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এবারও কয়েক দফা তাদের সচেতন ও সতর্ক করা হয়। কিন্তু খোলা স্থান থেকে তাদের পণ্য সরিয়ে নিচ্ছেন না। ফলে বৃষ্টির পরিষ্কার পানি জমছে প্লাস্টিক ও সিরামিকের পণ্যে। উৎপন্ন হচ্ছে এডিস মশা।
ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরণ, ডিজিটাল প্রচারণার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার পরও একই স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া উদ্বেগজনক।
সম্ভাব্য উৎস স্থলে ২ থেকে ৩ দিনের বেশি সময় স্বচ্ছ পানি জমে থাকতে দেবেন না। কোথাও এডিস মশার উৎস চিহ্নিত হলে সিসিকের স্বাস্থ্য বিভাগে জানাতে অনুরোধ করেন তিনি।
বাসা-বাড়ি, পরিত্যক্ত ভবন, ভবনের ছাদ, ফুলের টব বা বালতি, সিরামিক পণ্য, টায়ার-টিউব কিংবা ভবনের যেসব স্থানে পরিষ্কার পানি জমে থাকতে পারে, সেসব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান তিনি।