সিলেটে বাড়িতেই পাওয়া যাবে বিনামূল্যে অক্সিজেন সেবা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ৩:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু হয়েছে। কল দিলেই বাসায় গিয়ে অক্সিজেন সিলিন্ডারের সংযোগ দিয়ে আসছেন নার্সরা। আর প্রয়োজনে তাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা টেলিফোনে চিকিৎসা সেবা দিচ্ছেন। টেলিমেডিসিন সেবায় দেশের ৫০ জন চিকিৎসক বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও আবদুল জব্বার জলিল ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা চালু করা হয়েছে।
এছাড়া অঙ্গীকার বাংলাদেশ, সিলেট, পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ এবং মানুষ মানুষের জন্য ফউন্ডেশন নামের তিনটি সংগঠন যৌথ উদ্যোগে ‘অক্সিজেন ব্যাংক’ গঠন করে বিনামূল্যে সিলেটে অক্সিজেন সেবা দেয়া শুরু করেছে।
উদ্যোক্তারা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অনেককেই দিতে হচ্ছে অক্সিজেন। ফলে প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। এতে বেড়ে গেছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদ। চাহিদা বাড়ায় দেখা দিয়েছে সঙ্কটও। সিলেটে উচ্চমূল্যেও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন না অনেক রোগী। প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার না পেয়ে বিপাকে পড়ছেন রোগীরা। মারাও যাচ্ছেন কেউ কেউ। অনেককে আবার ১০ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার কিনতে হচ্ছে ৩০-৩২ হাজার টাকায়। এসব বিষয় মাথায় রেখে আমরা এই সেবামূলক কার্যক্রম শুরু করেছি।
করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই সিলেটের রোগীদের পাশে দাঁড়িয়েছে আব্দুল জলিল ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা প্রথমে শুরু করে টেলিমেডিসিন কার্যক্রম। আর এবার এই সংগঠনটি সিলেট নগরে বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে। নগরের যে কেউ প্রয়োজনে ফোন করে এ সেবা গ্রহণ করতে পারেন। এজন্য খোলা হয়েছে হটলাইনও।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে ০১৭৩৩-৩০৯৮৬২ ও ০১৭৩৩-৩০৯৮৬৩ নম্বরে যে কেউ ফোন করে যোগাযোগ করতে পারেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠানো হচ্ছে। পাশাপাশি নার্স বা টেকনিশিয়ানদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে পরিমাণ মতো অক্সিজেন দেয়া হচ্ছে রোগীকে।
গত শনিবার থেকে এই সেবা চালু করে আব্দুল জব্বার ফাউন্ডেশন। এরপর থেকে প্রতিদিন অক্সিজেন সিলিন্ডারের জন্য অনেক ফোন আসছে বলে জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সম্পৃক্তরা।
সিলেট মেট্রোপলিটন চেম্বার সহসভাপতি আবদুল জব্বার জলিল নিজের নামে এই ফাউন্ডেশন গড়ে তোলেন। এই উদ্যোগের সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে অসহায় মানুষের সহায়তা করেছেন তারা। এবার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ নেয়া হলো।
এ ব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, প্রতিদিনই শুনতে পাই অনেকেই বিভিন্ন হাসপাতাল ঘুরেও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন না। অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার খবরও আসছে। গত ১ থেকে ৫ জুনের মধ্যে তিনজন অক্সিজেন ও চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এ অবস্থায় অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, আপাতত প্রতিদিন অন্তত ১০ জন রোগীর সেবা প্রদানের প্রস্তুতি আমাদের রয়েছে। অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য দুটি গাড়িও রাখা হয়েছে। প্রয়োজনে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে।
তিনি বলেন, সোমবার সর্বোচ্চ সাতজন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হয়েছে। এর মধ্যে দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীও রয়েছেন।
এই কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, কেবল করোনা আক্রান্ত না, অন্য রোগীদেরও অক্সিজেনের প্রয়োজন হয়। সবার কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। সিলেটে অক্সিজেনের অভাবে কোনো রোগীকে যাতে আর কোনো দুর্ভোগ পড়তে না হয় এই চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি আমরা।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত ডা. এহসানুজ্জামান খান বলেন, রোগীর পরিবারের পক্ষ থেকে ফোন দিলে আমরা বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই। এ সময় পালস অক্সিমিটার দিয়ে রোগীর শারিরীক অবস্থা পরীক্ষা করা হয়। যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে তাকে এ সেবা দেয়া হয়। এছাড়া শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেয়া হয়।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত আরেক চিকিৎসক ডা. আবু ইউসুফ নাজিম বলেন, করোনা আক্রান্ত ৮০ শতাংশ রোগীই বাসায় চিকিৎসা নিতে পারবেন। এতে হাসপাতালের উপর চাপও কমবে। তবে বাসায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে অক্সিজেনের প্রয়োজন হতে পারে। কিন্তু তাৎক্ষণিক এই সেবাটি পাওয়া যায় না। এতে রোগীর প্রাণহানীর ঘটনাও ঘটে। এই সংকটের কথা চিন্তা করে সিলেট শহরের রোগীদের জন্য জরুরি অক্সিজেন সেবা চালু করা হয়েছে।