এবার সিলেটে করোনায় মারা গেলেন বিএনপির উপদেষ্টা ড. এনামের পিতা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ১২:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরীর পিতা মুজিবুল হক চৌধুরী (৮০)
( ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার রাত ৩টার দিকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর কয়েকদিন আগে এনামুল হকসহ তাঁর বাবা-মা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন । পরে এনামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে তাঁর বাবাকে মাউন্ড এডোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোররাতে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের জানাজার আজ বাদ যোহহর নগরীর মানিক পীর মাজারে অনুষ্ঠিত হবে ।পরে সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে ।