সিলেট রেল স্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার, মিলছে না পরিচয়
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, আজ বুধবার রেল স্টেশন এলাকায় লাশটি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে জানালে দক্ষিণ সুরমা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, আজ সকালে রেল ষ্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্যে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে । প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।